মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়ন আহবায়ককে বহিষ্কার করলো আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়ন আহবায়ককে বহিষ্কার করলো আওয়ামী লীগ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়ন আহবায়ককে বহিষ্কার করলো আওয়ামী লীগ

4:28 pm , July 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউপির চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। আগামী ১৭ জুলাই ইউপিতে ভোট হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইমরান হোসেন বাপ্পি। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান শেখ সহিদুল ইসলাম। দলীয় সিদ্বান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগে আহবায়ক শেখ সহিদুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ই্উনুস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে আলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ সহিদুল ইসলাম চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছে। দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সাধারন সম্পাদক সাহাব আহমেদ তাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করেছে। আর এতে জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস শেখ সহিদুল ইসলামকে আহবায়ক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT