4:28 pm , July 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ৫০ শয্যা বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন যত্রতত্র ভাবে ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট, মেডিকেলের বর্জ্য, রক্তমাখা গজ-তুলাসহ পরিত্যক্ত জিনিসপত্র।
দীর্ঘদিনেও হাসপাতাল চত্বরটি পরিস্কার না করায় রীতিমতো ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে হাসপাতালের পার্শ্ববর্তী স্থানগুলো। রোগী ও তাদের স্বজনরা দুর্গন্ধে নাকাল হয়ে উঠলেও ময়লার ভাগার পরিস্কারে স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় পৌরসভার কোন উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের জরুরী বিভাগের প্রবেশ মুখে প্রায় সময় টয়লেট ও হাসপাতালের বর্জ্যের জমে থাকা পানির দুর্গন্ধ ও মশা মাছির যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে প্রতিদিন রোগীদের জন্য খাবার রান্নায়ও দেখা গেছে ব্যাপক অনিয়ম। কাঠের জ্বালানির পরিবর্তে হাসপাতালের বর্জ্য চুলায় দিয়ে খাবার রান্না করা হচ্ছে। পাশাপাশি রান্নাকরা খাবার ঢেকে না রাখায় মশা মাছি খাবারের ওপর বসে থাকে। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার প্রসাদ অধিকারী বলেন, আমাদের তীব্র জনবল সংকট চলছে। হাসপাতলে মাত্র দুইজন পরিচ্ছন্নতাকর্মী। তাই আমরা পৌর কর্তৃপক্ষকে বারবার ময়লা অপসারনের জন্য অনুরোধ করেছি। তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।