4:24 pm , July 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ১১০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন সরকারী হাসপাতালে ৯ জন, পিরোজপুর জেলায় ১০ জন, বরগুনায় ১৩ জন এবং ভোলায় ৮ জন ভর্তি হয়েছে। এদিকে রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের মত আলাদা ডেঙ্গু রোগী ইউনিট চালু করেছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের নতুন ভবনের নিচে (করোনা ভবন) পুরুষ ও নারী ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুটি ইউনিট চালু করা হয়েছে। ইতোমধ্যে এই ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অফিস আদেশ জারি করেছে। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে ‘অত্র হাসপাতালের নিচ তলায় ডেঙ্গু কর্ণার স্থাপন করা হয়েছে। হাসপাতালের সকল ইউনিটের প্রধান,সহকারী রেজিষ্ট্রার ও নার্স ইনচার্জদের তাদের স্ব-স্ব ইউনিটে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের নবসৃষ্ট ডেঙ্গু কর্ণারে স্থানান্তর করার জন্য নির্দেশ প্রদান করা হলো’। উল্লেখ্য যে ইউনিটের রোগী সেই ইউনিটের চিকিৎসক ও নার্সরা তাদের স্ব-স্ব ইউনিটের রোগীদের সেবা প্রদান করবেন’।
পরিচালক বলেন, ডেঙ্গু কর্ণারে পুরুষ ও মহিলা মিলিয়ে ৮০ জন রোগী চিকিৎসা নিতে পারবে। রোগীদের জন্য মশারী, পরীক্ষাসহ সব ধরণের ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডাক্তার ও নার্সদের কোন সংকট নেই বলে জানান তিনি।
পরিসংখ্যান বলছে বিভাগে চলতি মৌসুমে (গতকাল পর্যন্ত) ৮৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৭৩১ জন চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছে। চিকিৎসাধীন আছে ১৯১ জন এবং মৃত্যু হয়েছে একজনের।