রাজাপুরে কলা বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ২ কিশোরকে পুলিশে দিলো জনতা রাজাপুরে কলা বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ২ কিশোরকে পুলিশে দিলো জনতা - ajkerparibartan.com
রাজাপুরে কলা বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ২ কিশোরকে পুলিশে দিলো জনতা

4:07 pm , July 7, 2023

রাজাপুর  প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার রাজাপুর উপজেলার নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী  তরুণী পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় নিজামিয়া এলাকার হাফিজ হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার ও হানিফ হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার  তরুণীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে জোরপূর্ব ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে লম্পট সোলায়মান ও রাব্বিকে আটক করে  পুলিশে খবর দেয়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ  পুলক চন্দ্র রায় জানান, ওই বাক প্রতিবন্ধীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT