ঝালকাঠী যুবলীগ : কেন্দ্রীয় নির্দেশনা নকল করে বিভ্রান্তি জড়ানোর অভিযোগ ঝালকাঠী যুবলীগ : কেন্দ্রীয় নির্দেশনা নকল করে বিভ্রান্তি জড়ানোর অভিযোগ - ajkerparibartan.com
ঝালকাঠী যুবলীগ : কেন্দ্রীয় নির্দেশনা নকল করে বিভ্রান্তি জড়ানোর অভিযোগ

4:06 pm , July 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত শান্তি সমাবেশের নির্দেশনা সম্বলিত একটি প্যাডকে কেন্দ্র করে ঝালকাঠি জেলার বিভিন্ন স্তরের যুবলীগের নেতৃবৃন্দের মাঝে বিভেদ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঝালকাঠী জেলা যুবলীগের সাংগঠনিক পরিস্থিতি এলোমেলো হচ্ছে বলে জানিয়েছে সাধারন কর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা সম্বলিত একটি প্যাডের হুবহু নকল করে এই বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে বলেও জনান তারা। তবে সেই বিভ্রান্তি এখন বড় ধরনের সমস্যায় রুপ নিতে চলছে। যার বহি:প্রকাশ হচ্ছে অভ্যন্তরীণ ভেদাভেদের মাধ্যমে বিভিন্ন দলীয় কর্মসূচিতে। এ বিষয়টিতে কথা বলা নিয়ে ঝালকাঠী আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ এড়িয়ে যাচ্ছেন। তবে ভোগান্তীতে রয়েছে তৃনমূলের কর্মীরা। তাই পরিস্থিতি নিরসনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছে ঝালকাঠী জেলা যুবলীগের  নেতৃবৃন্দ। গত ২২ জুন রাজাপুর, কাঠালিয়া, নলছিটি এবং ঝালকাঠি সদর উপজেলায় এবং ২৪ জুন জেলা শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠী জেলা যুবলীগ সূত্র জানায়, গত ২০ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত একটি প্যাডে শান্তি সমাবেশ সফল করার লক্ষে ঝালকাঠিতে কেন্দ্রীয় নেতাদের সহোযোগিতাকারী হিসেবে ঝালকাঠী জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম জাকির কে আহবায়ক এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিলকে যুগ্ম আহবায়ক হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় ফেসবুকে অন্য একটি প্যাডে হাবিবুর রহমান হাবিল এর পরিবর্তে ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য কামাল শরীফের নাম দিয়ে সেখানে যুগ্ম আহবায়ক হিসেবে উল্লেখ করা। যা নকল বলে দাবী করেছে ঝালকাঠী জেলা যুবলীগের একটি নির্ভরযোগ্য সূত্র। নকল প্যাডটি প্রকাশের পর যুবলীগের সদস্য কামাল শরীফের সমর্থকরা তাকে নবনির্বাচিত যুগ্ম আহবায়ক উল্লেখ করে অভিনন্দন দিয়ে প্রচার প্রচারনা শুরু করে। কিন্তু প্রকৃত পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের ভেরিফাইড ফেসবুকে তারা যে নির্দেশনা মূলক প্যাড প্রকাশ করেছেন তাতে কামাল শরীফের নাম নেই। তাতে যুগ্ম আহবায়ক হিসেবে হাবিবুর রহমান হাবিল এর নাম দেয়া রয়েছে। এই ঘটনায় ঝালকাঠি যুবলীগের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক নেতাকর্মী কামাল শরীফের নাম উল্লেখ করা ওই প্যাডকে নকল দাবী করে নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন। সর্বশেষ ২০১২ সালের ১৭ জুন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী কে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করীম জাকির ও  হাবিবুর রহমান হাবিলকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। তবে সেই কমিটি মেয়াদোত্তীর্ণ  হয়েছে অনেক আগেই। এ বিষয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম জাকির এর সাথে আলাপ করা হলে তিনি বিভ্রান্তির বিষয়টি অস্বীকার করেন। অপর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিল ঢাকায় একটি কনফারেন্সে থাকার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।  ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য কামাল শরীফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT