4:04 pm , July 7, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা সাংগঠনিক সফর করেছেন। বাংলাদেশ ও বৈশ্বিক প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষাকালে ধ্রুবতার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে ঝালকাঠিসহ বাংলাদেশের প্রায় সকল জেলা বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার(৭জুলাই) সকালে ঝালকাঠি জেলা শহরে আলোচনা সভা ও বিকেলে সংগঠনের রাজাপুর শাখায় বৃক্ষরোপন কর্মসূচী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির কমিটির সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মো. অলি আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি জেলা সভাপতি মো: শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইভু, রাজাপুর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক সাইদুল ইসলাম ফরাজী, সাধারণ সম্পাদক সাংবাদিক বুলবুল আহম্মেদ, আলামিন সুমন, ইমরান ফরাজী সহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচী পালন শেষে নেতৃবৃন্দ ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার ভীমরুলি পরিদর্শনে যান এবং বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে ঘুরে পর্যবেক্ষন করেন।