বানারীপাড়ায় মানবিক সহায়তার চাল বিতরণ করলেন জেলা প্রশাসক বানারীপাড়ায় মানবিক সহায়তার চাল বিতরণ করলেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
বানারীপাড়ায় মানবিক সহায়তার চাল বিতরণ করলেন জেলা প্রশাসক

4:03 pm , July 7, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন ও সেখানে বসবাসরত ৮৭ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২০ কেজি করে চাল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। গতকাল শুক্রবার সকালে পরিদর্শনে এসে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে নির্মান কাজের গুনগত মান বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ও উপকারভোগীদের মাঝে তিনি এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া পৌর মেয়র  অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন উল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর অধ্যাপক এমাম হোসেন,জাকির হোসেন মোল্লা, জাহিদ হোসেন সরদার, সুমন খান, ফিরোজ আলম ঢালী ও জাহিদ হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT