৭ বছর পর অনুষ্ঠিত হলো বাজুসের নির্বাচন ৭ বছর পর অনুষ্ঠিত হলো বাজুসের নির্বাচন - ajkerparibartan.com
৭ বছর পর অনুষ্ঠিত হলো বাজুসের নির্বাচন

4:02 pm , July 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ৭ বছর পর বরিশালে ভোটারদের উপস্থিতিতে আনন্দ-উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক কার্যনির্বাহী সদস্য পদের নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল কেন্দ্রে নির্বাচন কমিশন অনুমোদিত কঠোর পুলিশ প্রহরার মধ্যে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয় যা বিকাল ৪টা পর্যন্ত চলে।
বরিশাল জুয়েলার্স এসোসিয়েশনের বিভিন্ন সদস্যদের দেয়া তথ্যসূত্রে জানা গেছে, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব নুরুল আমিন ও আলহাজ্ব মোঃ লাল মিয়া অলিখিতভাবে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৯০ জন ভোটারের মধ্যে প্রতিটি ভোটার ১৮টি করে ভোট দিয়ে  ১৮ প্রার্থীকে নির্বাচিত করবেন।
পরবর্তী সময়ে নির্বাচিত ১৮ জন কার্যনির্বাহী সদস্য সংসদীয় পদ্ধতিতে সভাপতি ও সম্পাদক সহ ৫ জন সহ-সভাপতি,৪ জন সহ-সাধারন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ সহ ৬ জন সদস্য নির্বাচিত করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT