ডেঙ্গুতে সর্বোচ্চ ৭০ রোগী চিকিৎসাধীন শেবাচিমে ডেঙ্গুতে সর্বোচ্চ ৭০ রোগী চিকিৎসাধীন শেবাচিমে - ajkerparibartan.com
ডেঙ্গুতে সর্বোচ্চ ৭০ রোগী চিকিৎসাধীন শেবাচিমে

4:02 pm , July 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। শুক্রবার এই হাসপাতালে ৭০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বৃহস্পতিবার ৫২, বুধবার ৪৭, মঙ্গলবার ২৮ রোগী সেবা নিয়েছেন। শেবাচিম থেকে মোট ১৫০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগীর চাপ সামাল দিতে প্রতিটি তলায় আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। পৃথক ডেঙ্গু ওয়ার্ড না থাকায় শতভাগ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজন রাসেল জানান, রোগী ভর্তির ৫ দিন পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে তারাতারি করে মশারী বিতরণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে রোগীদের যথাযথ সেবা প্রদান করা হচ্ছে না। ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড না থাকায় আমরাও আক্রান্ত হওয়ার ভয়ে রয়েছি।
শেবাচিম হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. এস.এম. মনিরুজ্জামান বলেন, এবারে ডেঙ্গু রোগীর সংখ্যা অধিকহারে বেড়ে চলছে। যা বিগত দিনের তুলনায় অনেক বেশি। তবে ভর্তিকৃত রোগীদের সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সুস্থ করে তোলা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT