4:00 pm , July 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের বরিশাল জেলা শাখার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচেন ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রথম হয়েছেন শাহাদাত এন্ড সন্স জুয়েলার্সের শেখ মো. মুসা। দ্বিতীয় হয়েছেন মেসার্স আমিন জুয়েলার্সের নুরুল আমিন। তৃতীয় হয়েছেন এ রহমান এন্ড সন্স জুয়েলার্সের আরিফুর রহমান। এছাড়া অন্যান্যরা হলেন পুলক কুমার দাস, শেখর চন্দ্র দাস, অরুন চন্দ্র দাস, মোহাম্মদ আলী খান জসিম, রেজাউল সিকদার, রাজীব কুমার দত্ত, লিটন কর্মকার, সত্যজিত কর্মকার, বাচ্চু তালুকদার, মো. মনিরুজ্জামান তালুকদার, পরিমল দেবনাথ, মো. লাল মিয়া, রতন কর্মকার, মো. মাহবুব শরীফ, মো. শাহ আলম খান। আনন্দ উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন হয়। এতে (২০২৩-২০২৫) আমিন-মুসা-জসিম প্যানেল থেকে ১৬ জন জয় লাভ করে। অপরদিকে প্রতিপক্ষ প্যানেল থেকে ২ জন নির্বাচিত হয়েছে।
সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান পবিত্র চন্দ্র ঘোষ।
বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সচিব খালেদ আকন্দ বলেন, নির্বাচনে কার্যকরী সদস্য ১৮টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন । ভোটার ছিলেন ৯০ জন। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান মো. রিপনুল হাসান বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশে জুয়েলারি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। সভাপতির প্রত্যাশা সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের ছাতার নিচে নিয়ে আসা। তিনি আরও বলেন, সারাদেশে আমাদের ৪০ হাজার সদস্য আছেন। এর আগে ১১টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর বরিশাল জেলা নিয়ে ১২ তম জেলায় আমাদের নির্বাচন হচ্ছে।