দুই ভাই মিলে বরিশালকে নতুন শহর করবো -পানি সম্পদ প্রতিমন্ত্রী দুই ভাই মিলে বরিশালকে নতুন শহর করবো -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
দুই ভাই মিলে বরিশালকে নতুন শহর করবো -পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:58 pm , July 7, 2023

আমি অঙ্গীকার পালনে বদ্ধ পরিকর -মেয়র খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যানের কথা চিন্তা করে। খুব কম রাষ্ট্র প্রধান এ চিন্তা করেন। শুক্রবার বরিশাল সার্কিট হাউজের ধানসিড়ি মিলনায়তনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাড়ে তিন বছরের শাসনামলে জাতিরজনক বঙ্গবন্ধু সোনার বাংলার ভীত রচনা করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। যেখানে বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার কারনে হিমশীম খাচ্ছে। সেখানে বাংলাদেশ এখনো এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দক্ষিনাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিন্ন একটি মায়া রয়েছে। দক্ষিনাঞ্চলের মানুষের জন্য তিনি বেশি চিন্তা করেন। বরিশাল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধু দেশের উন্নয়নের সাথে সাথে মানুষের বাক স্বাধীনতার চিন্তা করেন। যার বড় উদাহরন দেশে ৫৪টি টিভি চ্যানেল। আমাদের মতো কোন দেশ এটা স্বপ্নেও ভাবে না। কিন্তু এটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারে, বাক স্বাধীনতা আছে বলেই। সাংবাদিকদের কল্যানের কথাও প্রধানমন্ত্রী চিন্তা করেন জানিয়ে কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি বলেন, এই জন্য ৫০ কোটি টাকা রাখা হয়েছে। আমাদের কাতারের কোন দেশ এটা করেছে। প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সম্ভব করেছেন।
অনেক আশা করে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সেই আশা সুখকর হয়নি। আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌছাতে পারিনি। চেষ্টা অব্যাহত আছে বলেই প্রধানমন্ত্রী সবকিছু অনুধাবন করেন, সবকিছু বুঝতে পেরে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছেন। তিনি ভদ্রলোক, ভালো মানুষ। তাকে বরিশালবাসী লুফে নিয়েছে। বিপুল ভোটে জয় যুক্ত করেছে। তিনি বলেন, আমি আশস্থ করতে চাই আমরা দুই ভাই মিলে বরিশালকে সুন্দর শহর করবো। এটা আমার একটা প্রতিজ্ঞা ছিলো।
প্রতিমন্ত্রী বলেন, আমি সব সময়ই বলি আমি রাজনীতি করতে আসিনি। আমি জনসেবা করতে এসেছি। আমি বরিশালকে একটি সুন্দর শহর হিসেবে দেখতে চাই।
ছোটবেলায় স্কুলের পড়ার সময় এই শহরের সকল রাস্তাঘাটে হেটেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন জানিয়ে কর্নেল জাহিদ ফারুক শামীম বলেন, এই শহরটাকে সুন্দর দেখতে চাই সুন্দর বানাতে চাই। এটাই আমার স্বপ্ন ছিলো।
কিন্তু স্বপ্নের ছন্দ পতন হয়, আমার দৃঢ় বিশ্বাস খোকন সেরনিয়াবাতের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।
নতুন মেয়র খোকন সেরনিয়াবাতকে উদ্দেশ্যে করে বলেন, আপনার প্রতি আহবান থাকবে আপনি সুধী সমাজকে নিয়ে প্রতি তিন মাস পর পর সভা করবেন। সাধারন মানুষ কি চায় তাদের মাধ্যমে শুনতে পারবেন। আসল সমস্যাটা বুঝতে পারবেন। তাহলে বরিশালের উন্নয়ন করতে পারবেন। বরিশালের মানুষ ভালো থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, মেয়র শপথ নিয়েছেন। কিন্তু এখনো দায়িত্ব পালন শুরু করেননি। তবুও আমরা বসে নেই। দুই জনে মিলে পরিকল্পনা করছি। সেই মোতাবেক আমরা এগিয়ে যাবো। আপনারা সহসাই এটা দেখতে পাবেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের প্রদও সাংবাদিকদের জন্য চেক বিতরন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নগরবাসীর প্রতিকৃতজ্ঞা প্রকাশ করে নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাংবাদিকদে জন্য যা করেছে তা বিগত কোন সরকার বা প্রধানমন্ত্রী করেন নি। তিনি যে একজন মানবিক নেত্রী ও মানুষ তার প্রমান আজকের এই অনুষ্ঠান।
মেয়র বলেন, বরিশালবাসীর কাছে আমি দায়বদ্ধ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করার সর্বাতœক চেষ্টা করব। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো আমি সব সময় চর্চা করি। আমি আমার অঙ্গীকার পালনে বদ্ধ পরিকর। তিনি বলেন শপথ গ্রহনের পর অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। ঢাকায় গুরুত্বপূর্ন ব্যক্তিদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছি। নগরীর সমস্যা সংকট সব বিষয়েই আমি অবগত রয়েছি। তাই এসব বিষয় নিয়ে পরিকল্পনা ও আলাপ আলোচনা করছি। আমি এতটুকু বলতে চাই নগরবাসীকে আমি নিরাশ করব না। তিনি নতুন ও উন্নত বরিশাল গড়তে আবারো সকলের সহযোগীতা কামনা করেছেন।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ’র সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন, বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, প্রকাশক-সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ প্রমুখ। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুল আলম স্বপন। অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক ইউনিয়নের ৩১ জন সদস্যকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT