জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্মাননা প্রদান জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্মাননা প্রদান - ajkerparibartan.com
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্মাননা প্রদান

4:16 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) ইসরাইল হোসেন। অনুষ্ঠানে বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ শিক্ষার্থী, বরিশাল জেলার ২ জন, বিভাগীয় পর্যায়ের ৪ জনকে ও জাতীয় পর্যায়ের ১ জনকে সম্মাননা প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT