4:15 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে ৪৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের কর্ম এলাকা উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নের অপুষ্ট শিশু রয়েছে এমন পরিবারে ২ হাজার ৬৫০ টি হাঁস বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব-স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (উজিরপুর এপি) ও সিআরএসএস এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ক্যামেলিয়া ঝিনি ও রাকিবুল ইসলাম মাহিন। এসময় বক্তারা বলেন, বিতরনকৃত হাঁস পরিবারের অপুষ্ট শিশুদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক সচ্ছলতা আনায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এর আগে দুই মাসে পর্যায়ক্রমে তিন ইউনিয়ন থেকে হতদরিদ্র পরিবার নির্বাচন করা হয় এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।