স্বরূপকাঠিতে সাংবাদিকদের তৎপরতায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড স্বরূপকাঠিতে সাংবাদিকদের তৎপরতায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড - ajkerparibartan.com
স্বরূপকাঠিতে সাংবাদিকদের তৎপরতায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

4:15 pm , July 6, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে সাংবাদিকদের তৎপরতায়  ইউএনও‘র হস্তক্ষেপে পন্ড হয়েছে বাল্যবিয়ের আয়োজন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্বামীর ঘরে না পাঠানোর মুসলেকায় সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার একটি বাল্যবিয়ের খবর ফোনে সাংবাদিকদের জানালে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারে কামারকাঠি গ্রামের কামরুল ইসলাম তার দশম শ্রেণিতে অধ্যায়নরত কন্যাকে গোপনে সোহাগদল গ্রামের ফজলুল হকের ছেলে রাকিব হোসেনের সাথে বিয়ে দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার কামরুল ইসলামের বাড়ীতে চলছিল  বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারকে জানালে  তিনি তাৎক্ষনিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে গিয়ে সব শুনে তিনি কনের পিতার মুসলেকা নেন এবং সব আয়োজন পন্ড করে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT