বাকেরগঞ্জে যুবককে সৌদি পাঁচার ও নির্যাতনের অভিযোগে মামলা বাকেরগঞ্জে যুবককে সৌদি পাঁচার ও নির্যাতনের অভিযোগে মামলা - ajkerparibartan.com
বাকেরগঞ্জে যুবককে সৌদি পাঁচার ও নির্যাতনের অভিযোগে মামলা

4:14 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দুই সৌদি প্রবাসী শ্যালক-দুলাভাইসহ চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। বরিশাল মানব পাচার আইনে মামলা করেছে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা নারী খাদিজা বেগম। ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন মামলা তদন্ত করে বাকেরগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলো-নলছিটি উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে মেহেদি হাসান ফাহিম, তার ভগ্নিপতি মেহেন্দিগঞ্জের ভাষানচর হেসামদ্দি হাজী কান্দা দশ হাজার বিঘা গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে ফয়সাল হাসান পলাশ, তার স্ত্রী হামিমা আক্তার ও শাশুড়ী সাজু বেগম।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, তার স্বামী গবির কৃষক। আত্মীয় হামীমা আক্তারের স্বামী পলাশ ও ভাই ফাহিম সৌদি প্রবাসী। তারা খাদিজার ছেলে সিরাজ মাতুব্বরকে সৌদি আরবে আবাসিক হোটেলে ভালো বেতনে চাকুরি দেয়ার প্রলোভন দেয়। তাদের প্রলোভনে সাড় দিয়ে ২০২২ সালের ১৫ ডিসেম্বর ৫ লাখ টাকা দেয়। ২০২৩ সালের ২১ জানুয়ারী সিরাজকে সৌদি আরবে নেয়। সেখানে নিয়ে তাকেসহ ৪২ জনকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি ফোনে জানিয়ে উদ্ধারের আকুতি করে। তখন ছেলেকে আটকে নির্যাতনকারীরা হুমকি দিয়েছে ৭ লাখ টাকা না দিলে সৌদি আরবে চুরি মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দেবে। এরপর থেকে সিরাজের সাথে তাদের কোন যোগাযোগ নেই।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT