4:14 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নানা বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুকন্যা নাবিয়া (৮) মারা গেছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় সে। এর আগে বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার টুমচরে মাহিন্দ্রা থেকে নামতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলো ওই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল।
নাবিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষক নুরুল ইসলামের মেয়ে ও বাকেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে নাবিয়া মাহিন্দ্রায় করে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুর ১২টার দিকে মাহিন্দ্রাটি নানার বাড়ির সামনে থামলে ওই শিশু গাড়ির ডান পাশ থেকে বের হয়। তখন সড়ক দিয়ে যাওয়া একটি মোটর সাইকেলের সামনে পড়লে ধাক্কায় ওই শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্বজনরা শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায় নাবিয়া।
বন্দর থানার ওসি মুকুল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইন অনুযায়ী শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##