4:13 pm , July 6, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গত ২৯ মে ছিল এভারেস্ট দিবস। ১৯৫৩ সালের এই দিনে এডমুন্ড হিলারি এবং তেনজিং নরগে শেরপা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্ট প্রথমবার জয় করেছিলেন । এভারেস্ট দিবসে প্রতি দুই বছর পর পর আয়োজন করা হয় তেনজিং- হিলারি এভারেস্ট ম্যারাথন। ২০২৩ সালের এভারেস্ট ম্যারাথনে বাংলাদেশ থেকে অংশ নেন বরিশাল তথা গৌরনদীর কৃতি সন্তান ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন মোঃ মনিরুজ্জামান মনির।
এ প্রতিযোগীতায় অংশ নিতে মনির গত ১৬ মে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান। ১৭ মে রওয়ানা দেন এভারেস্টেট বেজ ক্যাম্পের উদ্দেশ্যে। বেজ ক্যাম্পের অবস্থান ৫৩৬৪ মিটার উঁচুতে। ২৭ মে সেখানে পৌঁছান। বিভিন্ন মিডিয়ায় দেয়া সাক্ষাতকারে মনিরুজ্জামান মনির বলেন, এভারেস্ট পর্বতে বিরুপ আবহাওয়া আর উচ্চতার সঙ্গে শরীরকে খাপ খাওয়ানোর জন্য আমাদের ট্রেকিং করে বেজ ক্যাম্প পর্যন্ত উঠতে হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই পায়ের তলায় মাটি ছিল না, শুধু পাথর আর বরফ। ২৯ টি দেশের আমরা ২০৫ জন প্রতিযোগী এবারকার ম্যারাথনে অংশ নেই। মনিরুজ্জামান আরো বলেন, এভারেস্ট বিজয় আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, অবশেষে স্বপ্নপূরণ হলো। কাজটি অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করা থেকেই পর্বত শৃঙ্গ এভারেস্ট বিজয়ে অংশ নেই এবং বিজয় লাভ করেছি। মনিরুজ্জামান মনির গৌরনদী উপজেলা সদরের চর গাধাতলী গ্রামের সন্তান। গৌরনদী উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রব এর জ্যেষ্ঠ পুত্র মনিরুজ্জামান মনির।