গড়িয়ার পাড় থেকে গাঁজাসহ আটক-২ গড়িয়ার পাড় থেকে গাঁজাসহ আটক-২ - ajkerparibartan.com
গড়িয়ার পাড় থেকে গাঁজাসহ আটক-২

4:12 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরের গড়িয়ার পাড় এলাকায় পৃথক অভিযানে চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া এলাকার মোঃ তছলিম গাজী(৩২) ও একই উপজেলার গোলাখালী ইউনিয়নের বড়গাবুয়া এলাকার মোঃ শামিম খান(২১)। বুধবার (০৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলটিন পুলিশের মিডিয়া সেল। মিডিয়া সেল জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পাড় এলাকার একটি মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ শামিম খানকে আটক করে। এরআগে অপর অভিযানে একই এলাকার একটি ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ তছলিম গাজীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT