নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন – আহসান হাবিব নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন - আহসান হাবিব - ajkerparibartan.com
নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন – আহসান হাবিব

4:12 pm , July 6, 2023

মোঃ তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বাংলাদেশের সকল নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বর্তমানে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে কমিশন বদ্ধপরিকর। প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ দেয়া হচ্ছে। এছাড়া প্রশাসনসহ নির্বাচন-সংশ্লিষ্ট সবাই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছেন। গতকাল বুধবার (৬ জুলাই) তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘ইলেকক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছ ভোটিং ব্যবস্থা। ইভিএম পদ্ধতিতে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কোনো সুযোগ নেই। নির্বাচনের সময় ইভিএমএ কারিগরি কোনো ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ইভিএম নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই। অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান আরও বলেন, ?‘একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা পরিকল্পিতভাবে করব। তিনি ভোটগ্রহণে প্রার্থীদের সহযোগীতা কামনা করেন। কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষনিক ভোট গ্রহণ বন্ধ হযে যাবে বলে জানান।  এ সময় ভোটকেন্দ্রে সংবাদকর্মীদের অবাধ বিচরণ নিশ্চিত করার কথা উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, ‘আমি সব সময় বলছি, মিডিয়া হলো চোখ ও কান। মিডিয়ার অবাধ বিচরণ নিশ্চিত করব। ভোটকক্ষের মধ্যে লাইভ করা ঠিক হবেনা।  এক কক্ষে একাধিক সাংবাদকর্মী প্রবেশ করতে পারবে না।  পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা, আওয়ামীলীগ মনোনিত  নৌকা মার্কার মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপি মনোনিত সাইকেল মার্কার মেয়র প্রার্থী মাহিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বাবুল শাহ, এম এ রাজ্জাক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT