বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সদর উপজেলা পরিষদ বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সদর উপজেলা পরিষদ - ajkerparibartan.com
বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সদর উপজেলা পরিষদ

4:12 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ্যাডভোকেসি সভা হয়েছে। জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ বরিশাল সদর উপজেলার ক্রেস্ট গ্রহণ করেন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT