বরিশালে বিপিও সামিট ও চাকরী মেলা অনুষ্ঠিত বরিশালে বিপিও সামিট ও চাকরী মেলা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে বিপিও সামিট ও চাকরী মেলা অনুষ্ঠিত

4:10 pm , July 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উৎসবমুখর বাণিজ্যিক পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সামিট ২০২৩ ও চাকরী মেলা। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নগরীর সার্কিট হাউজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।
এসময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ এবং প্রশাসন) মিজানুর রহমান, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সহসভাপতি মইদুল ইসলাম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাহী সদস্য এসএম ইমদাদুল হক, আয়েশা সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন। আমাদের ছেলেমেয়েরা তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিষয়ে যত দক্ষ হবে, ততই নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। মেধাবী তরুণদের পদচারণায় আমাদের তথ্যপ্রযুক্তিখাত উন্মোচন করবে নতুন সম্ভাবনার দ্বার। বিভাগীয় পর্যায়ে বিপিও সামিটের এই চাকরি মেলার আয়োজন সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।
মূল অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলে। দেশের শীর্ষস্থানীয় বিপিও কোম্পানিগুলোর প্রতিনিধি মেলায় উপস্থিত থেকে আগ্রহী চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকার গ্রহণ করেন। এবারে বিভাগীয় বিপিও সামিটগুলোতে চাকরি মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য অন্ততঃপক্ষে এক হাজার কর্মসংস্থান তৈরি করতে চায় বাক্কোর। বরিশালের চাকরি মেলায় ৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উল্লেখ্য, দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাক্কো-এর উদ্যোগে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ ২০২৩। এতে সার্বিক সহযোগিতা করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT