সড়ক দূর্ঘটনায় প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের মামা নিহত সড়ক দূর্ঘটনায় প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের মামা নিহত - ajkerparibartan.com
সড়ক দূর্ঘটনায় প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের মামা নিহত

4:07 pm , July 6, 2023

পরিবর্তন ডেস্ক ॥ গোপলগঞ্জে ট্রাকের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের মামা ডা. শামসুল আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, তার ছোট মামা অত্যন্ত সজ্জন ও বিনয়ী মানুষ ছিলেন এবং পেশায় একজন ডাক্তার। তিনি এভাবে চলে যাবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়।
ডাঃ আব্দুল খালেক এর ছোট ছেলে ডাঃ শামসুল আলম ঐ এ্যাম্বুলেন্সে ছিলেন বলে জানা যায়। তাঁর সহধর্মিণী সুরাইয়া আকতারও একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার একমাত্র সন্তান রিশাদও ডাক্তারি অধ্যয়নরত। সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে ডাঃ শামসুল আলম এর মৃতদেহ ব্রাউন কম্পাউন্ডের বাড়িতে এনে কিছু সময় রাখা হয়। পরে বাদ এশা ব্রাউন কম্পাউন্ড মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT