4:00 pm , July 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আমবাগান এলাকার বাসিন্দা ও টিএন্ডটির সাবেক কর্মকর্তা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ বুধবার পুলিশ লাইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি আমবাগান এলাকার বাসিন্দা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মজিবুর রহমানের স্ত্রী।