বিক্রির জন্য নিয়ে আসা বিভিন্ন প্রজাতির পাখি মুক্ত খোলা আকাশে বিক্রির জন্য নিয়ে আসা বিভিন্ন প্রজাতির পাখি মুক্ত খোলা আকাশে - ajkerparibartan.com
বিক্রির জন্য নিয়ে আসা বিভিন্ন প্রজাতির পাখি মুক্ত খোলা আকাশে

3:56 pm , July 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ফেরি করে বিক্রি করার সময় বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করেছে এনিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা। বুধবার দুপুরে নগরীর পদ্মাবতি এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্যপ্রানী সংরক্ষন আন্দোলনের এ সংগঠনের সমন্বয়ক সৈয়দা সাবিকুন্নাহার তুবা। এ সময় তাদের সহযোগিতা করেছে বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা ও ওয়াইল্ড ক্রাইম কন্টোল ইউনিট। তুবা জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকার মো. জাহাঙ্গীর হাওলাদার কয়েকটি খাচায় ৫টি টিয়া, ১০ টি মুনিয়া ও চারটি দেশীয় প্রজাতির পাখি বিক্রির উদ্দেশ্যে নগরীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তাকে দেখতে পেয়ে ধরে নগরীর নতুনবাজার এলাকার বিভাগীয় বনবিভাগের অফিসে নিয়ে যান। সেখানে বনকর্মকর্তাদের উপস্থিতিতে পাখি অবমুক্ত করেন। এছাড়াও ভবিষ্যতে পাখি বিক্রি করবে না মুচলেকা রেখে বিক্রেতা জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়া হয়েছে। তুবা বলেন, এসব পাখি খুলনা থেকে কিনে এনেছিলো। পাখি বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য নিয়ে এসেছিলেন। প্রথমবার বিক্রি করতে এসেছেন ও দরিদ্র হওয়ায় বিক্রেতার কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। তা না হলে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দ-িত করার বিধান রয়েছেন। সেই বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT