3:55 pm , July 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন সংস্কারের জন্য বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলী হাওলাদার সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। জাহিদ ফারুক শামীম এমপির ব্যক্তিগত তহবিল থেকে বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন সংস্কার ও মেরামতের জন্য দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।