3:26 pm , July 5, 2023
মুলাদী প্রতিনিধি ॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী পরিচয়ে গভীর নলকূপ দেয়ার কথা বলে মুলাদী উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার কাহালীর হাট এলাকার শহিদ মাঝির ছেলে বেল্লাল মাঝি ও তার স্ত্রী মিনারা বেগমের প্রতারণা করে এই মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। মুলাদী পৌরসভার ১নং ওয়ার্ডের ইদ্রিস আলী খান জানান, বেল্লাল মাঝি ও তার স্ত্রী জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী পরিচয়ে আমাদের এলাকায় গভীর নলকূপ দেবে বলিয়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় ইদ্রিস হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বেল্লাল মাঝি ও তার ছেলেকে আটক করেছে।
মুলাদীতে পানিতে ডুবে শিশু ও যুবকের মৃত্যু
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীর কাজিরহাটে পুকুর ও নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ৫ জুলাই বুধবার বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার রামচর গ্রামের কায়েজ খলিফার ছেলে আল আমিন (৪) পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় । পরবর্তীতে স্থানীয়রা এসে ডুবন্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে কাজিরহাট থানার কাদিরাবাদ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইব্রাহীম (১৬) দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিষয়টি তার মা বুঝতে পেরে স্থানীয় লোকজনকে জানালে তারা নদী থেকে ইব্রাহীমকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।