3:25 pm , July 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি এই দোয়া-মোনাজাতের আয়োজন করে।
দোয়া-মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাব্বির নেওয়াজ সাগর, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ.এম মহসিন, সদস্য সচিব সফিউল আলম সাফরুল, বরিশাল জেলা শ্রমিকদলের আহবায়ক আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক রফিকুল ইসলাম আকন,বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলুু।