পার্কিং স্ট্যান্ড নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চালকদের বিক্ষোভ সমাবেশ পার্কিং স্ট্যান্ড নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চালকদের বিক্ষোভ সমাবেশ - ajkerparibartan.com
পার্কিং স্ট্যান্ড নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চালকদের বিক্ষোভ সমাবেশ

3:46 pm , July 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিআরটিএ থেকে বৈধ লাইসেন্স, নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্টান্ড নির্ধারণ, অযৌক্তিক মামলা -হয়রানি ও নির্যাতন বন্ধ এবং ট্রাফিক মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা নির্ধারনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রুপাতলী সংগ্রাম পরিষদের সভাপতি কবির হোসেন। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৪ নং ওয়ার্ডের কালাম হোসেন ও সংগঠক মোঃ মিরাজ, সোনারগাঁও টেক্সটাইল মিলের সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাসদ ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে দীর্ঘ ১১ বছর ধরে সারাদেশে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হচ্ছে। এই আন্দোলনের ফলাফল হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নীতিমালা অর্জিত হয়েছে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপীলের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ মহাসড়ক ব্যতিত সর্বত্র ইজিবাইক চলাচলে বৈধতার রায় প্রদান করে।
নেতৃবৃন্দ বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা রক্ষার কথা বলে ইজিবাইকের অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে। একদিকে স্টান্ড দখলের নামে চলছে চাঁদাবাজি আবার অন্যদিকে প্রকৃত চালকদের জিম্মি করে লাইসেন্স বাণিজ্য শুরু করছেন। এই প্রক্রিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে গিয়ে দুর্নীতি, লাইসেন্স বাণিজ্যের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বরিশালসহ সারাদেশে প্রায় ৫০ জেলায় ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। মামলা ও হয়রানি করা হলে শ্রমিকরা সেই হয়রানির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। একইসাথে নেতৃবৃন্দ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ থেকে লাইসেন্সসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্টান্ড নির্ধারণ করে যাত্রী ও চালকদের হয়রানি বন্ধ করার দাবি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT