রুপাতলীতে এক ঘন্টার সড়ক অবরোধ রুপাতলীতে এক ঘন্টার সড়ক অবরোধ - ajkerparibartan.com
রুপাতলীতে এক ঘন্টার সড়ক অবরোধ

3:45 pm , July 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অতিরিক্ত যাত্রী উঠানোকে কেন্দ্র করে টিআর ট্রাভেলসের ম্যানেজার সুজনকে ট্রাফিক সার্জেন্ট নজরুল পেটানোর অভিযোগে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পরেন কর্মস্থলমুখি যাত্রীরা। পরে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন ঘটনার বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন। নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আহত সুজনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এই ঘটনায় পুলিশের কোন সদস্যের সংশ্লিষ্টতা নেই। গাড়ির ড্রাইভার ও সুজনের মধ্যে উচ্চবাচ্যের একপর্যায়ে তিনি আহত হয়েছেন।
জানা গেছে, বাসে অতিরিক্ত যাত্রী উঠাতে টিআর ট্রাভেলসের সুপারভাইজারকে নিষেধ করেন ট্রাফিক সার্জেন্ট মো. নজরুল। অতিরিক্ত যাত্রী ওঠালে ওই বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ। তখন মামলা না দিতে ট্রাফিক সার্জেন্ট নজরুলকে অনুরোধ করেন সেই বাসের ম্যানেজার সুজন। এতে ক্ষিপ্ত হয়ে সুজনকে ট্রাফিক সার্জেন্ট মারধর করেন বলে অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। তীব্র যানজটে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যান আটকে থাকে।
বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, এই ঘটনায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আমরা পুলিশের সঙ্গে বসে ঘটনার সমাধান করবো। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন সন্ধ্যায় বলেন, ট্রাফিক পুলিশ সদস্য বাসচালককে অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করেন। বিষয়টি ওই বাসের ম্যানেজার সুজন জানতে পেরে ড্রাইভারের সঙ্গে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে বাসের মধ্যে শক্ত কোন বস্তুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন সুজন। ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করায় অবরোধ হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT