রামদা দিয়ে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা - ajkerparibartan.com
রামদা দিয়ে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা

3:41 pm , July 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ছাত্রলীগ কর্মীর একটি হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। সোমবার দিনগত গভীর রাতে বরিশাল জিলা স্কুলের পিছনের গেটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাত বিচ্ছিন্ন হওয়া যুবক রেদোয়ান আহম্মেদ আকন রাধো (২৬) নগরীর আমানতগঞ্জ এলাকার জয়নাল আবেদীন আকনের ছেলে। সে ছাত্রলীগের কর্মী ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ানের অনুসারী।
আটক তানভীর হাওলাদার নবীন (২৪) নগরীর ভাটিখানা সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে।
মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান বলেন, রেদোয়ান তার অনুসারী। হামলাকারীরা মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইস আহমেদ মান্নার অনুসারী বলে শুনেছেন। কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাত বিচ্ছিন্ন করা ধারালো রামদাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেদেয়ানের বাবা বাদী হয়ে মামলা করেছে। মামলায় কাউনিয়া এলাকার বাসিন্দা মামুনকে একমাত্র নামধারী ও অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করা হয়েছে।
রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বলেন, তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কারো অনুসারী ছিলো জানেন না জানিয়ে বলেন, সোমবার রাত ৯টার দিকে ছেলেকে ফোন করে বাসা থেকে ডেকে নেয় অজ্ঞাতরা। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোন করে তাকে জানানো হয় তার ছেলের হাত কাটা গিয়েছে।
রেদোয়ানের বাবা বলেন, হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পর নেয়ায় হাত জোড়া দেয়া যায়নি। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো রক্ত পড়ছে। অবস্থা বেশি ভালো না বলে জানান জয়নাল আবেদীন।
মামলায় তিনি অভিযোগ করেছেন, নামধারী আসামী মামুন (৩০) ছেলের পূর্ব পরিচিত। মামুনের সাথে ছেলে পূর্ব বিরোধ রয়েছে। রাত সাড়ে ৯ টার দিকে আসামী ফোন করে জিলা স্কুলের পিছনে গেটে যেতে বলে। সেখানে রাত ১১টায় পৌছুলে মামুনসহ অজ্ঞাত ৭/৮ ছেলেকে মারধর করে। পরে অজ্ঞাতরা ছেলে বাম হাত টেনে ধরে ও মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন করে। ছেলে অচেতন হওয়ার পূর্বে মামুনসহ কয়েকজনের নাম জানিয়েছে।
ঢাকায় রেদোয়ানের সাথে থাকা খালাতো ভাই খলিল সিকদার বলেন, ৫/৬ বছর পূর্বে মামুনকে মারধর করেছিলো রেদোয়ান। এ নিয়ে শত্রুতা হয়। তবে তাদের মধ্যে শত্রুতা মিটে গেছে। তারা এক সাথে চলতো। তার ফোন পেয়ে জিলা স্কুলের পিছনের গেটে গিয়েছিলো রেদোয়ান। সেখানে যাওয়ার পর দেখতে পায় অজ্ঞাত কয়েকজন এসে ঘিরে ধরে। তারা রেদেয়ানকে মারধর করে হাত কেটে ফেলেছে। এছাড়াও তাকে জবাই করার চেষ্টা করেছিলো। কিন্তু রেদোয়ানের ডাক-চিৎকারে স্থানীয়রা ও কাছে থাকা পুলিশে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়েছে। খলিল আরো জানান, রেদোয়ানের হাত বাদ দিয়েছে চিকিৎসক। জোড়া লাগানো যাবে না। হামলাকারীদের রাজনৈতিক কোন পরিচয় তিনি জানেন না জানিয়ে বলেন, রেদোয়ান সুস্থ হলে তার কাছ থেকে জেনে জানাতে পারবেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, রেদোয়ানের সাথে মাদক ব্যবসা নিয়ে মামুন ওরফে জোনায়েদ আল মামুনের বিরোধ হয়। বেলতলা মাদ্রাসা গলির বাসিন্দা অভিযুক্ত মামুন নগরীর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০ টি মাদক মামলা রয়েছে। রেদোয়ানের নামেও একটি মাদক মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT