3:39 pm , July 4, 2023
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বৌলাকান্দা গ্রামে সোমবার (৩ জুলাই)সন্ধ্যায় রাধাকান্তের বাড়িতে ফিল্মি স্টাইলে চুরি হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে রাধাকান্তের স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে চোরচক্র। বাড়ির মালিক রাধাকান্ত জানান, সন্ধ্যায় দরজা খুলতে বললে সে দরজা খুলে দেয় তখন দুইজন লোক ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।