3:38 pm , July 4, 2023
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মঞ্জুরুল আলম নামে এক ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় থানা পুলিশ রবিবার রাতে মিন্টু হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিন্টু উপজেলার গুলিশাখালী এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে।
জানাগেছে, গুলিশাখালী ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের সময় ওই ইউপি’র সংরক্ষিত সদস্য হাওয়া বেগমের স্বামী ইউসুফ হাওলাদারের সাথে ৩নং ওয়ার্ডের পুরুষ সদস্য মঞ্জুরুল আলমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইউসুফ হাওলাদারের ভাই মিন্টু হাওলাদার তার অন্যান্য ভাইদের নিয়ে ইউপি সদস্য মঞ্জুরুল আলমের ওপর হামলা চালায়। এতে ইউপি সদস্য মঞ্জুরুল আলমের ডান হাত ভেঙ্গে যায়। এঘটনায় ইউপি সদস্যের ছোট ভাই মনিরুল আলম বাদী হয়ে রবিবার রাতে মঠবাড়িয়া থানায় মিন্টু হাওলাদারসহ এজাহার নামীয় চারজন ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারকৃত মিন্টুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।