আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সমাধি নির্মাণে বাঁধা আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সমাধি নির্মাণে বাঁধা - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার সমাধি নির্মাণে বাঁধা

3:38 pm , July 4, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥  আগৈলঝাড়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা’র সমাধি নির্মাণে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সিমলাই(সখানাথ)’র সমাধি নির্মাণ করার জন্য সোমবার সকালে রশি ও লাঠি দিয়ে জায়গা নিধারণ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি উত্তম সিমলাই। ওই স্থান দিয়ে ফজলুল রহমান খান ও ওয়াজেদ সন্যামতের পরিবারের লোকজন চলাচল করে আসছিল। ওই স্থানে সমাধি নির্মাণ করলে তাদের যানবাহনে বাড়িতে মালামাল আনা নেওয়া বন্ধ হয়ে যাবে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনকে অবহিত করেন ফজলুল রহমান খান ও ওয়াজেদ সন্যামত। অভিযোগের ভিত্তিতে  ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন ঘটনাস্থলে গিয়ে ওই দুই পরিবারের লোকজনের সাথে কথা বলেন। তখন ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁনের নির্দেশে ফজলুল রহমান খানের ছেলে সুমন খান ও মামুন খান নির্ধারিত স্থানে রশি ও লাঠি ফেলে দেন বলে অভিযোগ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ছেলে ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি উত্তম সিমলাই। এসময় উত্তম সিমলাই আরো বলেন, আমাকে তারা দেশ থেকে চলে যেতে বলেন এবং জীবননাশের হুমকিও দেন। এব্যাপারে ফজলুল রহমান খান বলেন, আমরা সমাধি নির্মাণে বাধা দেইনি। আমরা একটু চলাচলের জায়গা রাখার কথা বলেছি। আমার ছেলেরা সমাধি নির্মাণের রশি ও লাঠি ফেলে দেয়নি। এব্যাপারে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উত্তম সিমলাই’র ভাই জয়ের অটো গাড়ী চলাচলের সুবিধার জন্য গিয়েছিলাম। সমাধি নির্মাণের কোন রশি ও লাঠি উপরে ফেলার নির্দেশ দেইনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT