কাউখালীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ১৪ দিনেও কাউখালীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ১৪ দিনেও - ajkerparibartan.com
কাউখালীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ১৪ দিনেও

3:37 pm , July 4, 2023

কাউখালী প্রতিবেদক ॥  কাউখালীতে গৃহবধূ নিখোঁজের ১৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, উপজেলার   সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের আব্দুল মালেক মীরের মেয়ে দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস লিপি (৩২) গত ২০ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে লিপির মা নিলুফা বেগম বাদী হয়ে গত ২৬ জুন কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, খুলনায় আমার মেয়ে ও মেয়ের জামাই তাদের সন্তান নিয়ে  ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। একই ফ্লাটের ভাড়াটিয়া লিজা আক্তারের সাথে সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে আমাদের গ্রামের বাড়িতে লিজা আক্তার  বেড়াতে আসতো। গত ২০ জুন আমার মেয়ে  বাড়ি থেকে লিজার সাথে চলে যায়। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে কাউখালী থানায় ওসি মোঃ জাকারিয়া বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT