3:36 pm , July 4, 2023
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কুলসুম বেগম (৩৫) নামে তিন সন্তানের জননী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মঠবাড়িয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দেবীপুর নামক স্থানে। নিহত কুলসুম উপজেলার ফুলঝুড়ি গ্রামের অটোচালক কবির হোসেন মুন্সির স্ত্রী।
নিহতের স্বামী কবির হোসেন জানান, সোমবার তিনি স্ত্রী কুলসুমকে নিয়ে উপজেলার ভাগিরথপুর এলাকায় বড় মেয়ে জামাই বাড়িতে যান। সেখান থেকে মেয়েকে নিয়ে রাত নয়টার দিকে বাড়িতে ফেরার পথে দেবীপুর মাদ্রাসা সংলগ্ন বেইলী ব্রিজের ঢালে বসে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটো গাড়ি উল্টে তার স্ত্রীর শরীরের উপর পড়লে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিয়াস মাহমুদ জানান, তিন সন্তানের জননী কুলসুমকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।