এসেছে ভারতীয় কাঁচা মরিচ, একদিনে দাম কমেছে কেজিতে তিনশ’ এসেছে ভারতীয় কাঁচা মরিচ, একদিনে দাম কমেছে কেজিতে তিনশ’ - ajkerparibartan.com
এসেছে ভারতীয় কাঁচা মরিচ, একদিনে দাম কমেছে কেজিতে তিনশ’

4:14 pm , July 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভারতীয় কাঁচা মরিচ আসায় বরিশালে একদিনের ব্যবধানে পাইকারী বাজারে প্রতি কেজিতে কমেছে তিনশ’ টাকা। সোমবার ভোর রাতে নগরীর লঞ্চঘাট এলাকায় বরিশাল বহুমুখী সিটি পাইকারী সবজি বাজারে এসে পৌছায় ভারতীয় কাঁচা মরিচ। সকাল থেকে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি শুরু হয় বলে জানিয়েছেন বাজারের আড়তদার পিন্টু বিশ^াস। খুচরা বাজারে একইভাবে দাম কমবে বলে জানান তিনি। পিন্টু বিশ^াস জানান, দেশীয় মরিচ কম ছিলো। তাই রোববার পাইকারী বাজারেকাঁচা মরিচ প্রতিকেজি ৬শ’ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে তা ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা দরে বিক্রি হয়েছে। ভারত থেকে কাঁচা মরিচ আসায় একদিনে কমেছে প্রতিকেজিতে ৩শ’ টাকা। তিনি জানান, সোমবার সিটি পাইকারী মার্কেটে ভারত থেকে আসা কাঁচা মরিচ প্রতি কেজি তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকা দরে বিক্রি হয়েছে। তাই খুচরা বাজারে প্রতি কেজি চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকা দরে বিক্রি হবে। শেখ বানিজ্যলয়ের শুভ মিয়া জানান, কমদামে কিনতে পারায় ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করা হয়েছে। তবে ভারতীয় মরিচ আসায় ক্ষতিগ্রস্থ হয়েছেন দেশীয় মরিচ ব্যবসায়ীরা। তারা যে দামে কিনে এনেছেন। সেই দাম না পেয়ে হতাশা প্রকাশ করছেন। ভারত থেকে মরিচ আসায় দেশীয় মরিচ বিক্রেতারা কোনঠাসা হয়ে পড়ে। তারা বাধ্য হয়ে প্রতিকেজি ৪শ’ সাড়ে ৪শ’ টাকা দরে বিক্রি করেছে। বরিশাল বহুমুখী সিটি পাইকারী সবজি বাজারের সভাপতি দেলোয়ার ভুইয়া জানান, প্রথম দিন বরিশালে ভারতে প্রায় ৬ হাজার কেজি কাঁচা মরিচ এসেছে। বাজারের ছোট-বড় মিলিয়ে ৮১টি আড়তে এসব মরিচ বিক্রি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT