4:13 pm , July 3, 2023
এইচএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র চূড়ান্ত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। পরীক্ষার জন্য ১৩১ টি কেন্দ্র অনুমোদন দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এবার ৬ টি নতুন কেন্দ্র সংযোজন করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ জুলাই কেন্দ্র তালিকা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তালিকায় সর্ব মোট ১৩১ টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪৫ টি, পটুয়াখালীতে ২৩ টি,ভোলায় ১৯ টি, পিরোজপুরে ১৬ টি,বরগুনায় ১৫ টি এবং ঝালকাঠিতে ১৩ টি কেন্দ্র রয়েছে। প্রসঙ্গত আগামী ১৭ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।