4:11 pm , July 3, 2023
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় পরিচালিত তৃতীয় দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট সাফায়েত হোসেন সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে জাহাজের ভেঙ্গে পড়া অংশ থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা সোমবার বেলা ১১টার দিকে প্রথমে দুজনের এবং পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার জাহাজটির ইঞ্জিন রুম থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন : জাহাজের গ্রিজারম্যান আব্দুস সালাম হৃদয়, মাস্টার ইনচার্জ রুহুল আমীন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল এবং ড্রাইভার সারোয়ার হোসেন।
শনিবার দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের খোঁজে স্বজনরা সুগন্ধা নদীর পাড়ে জড়ো হয়েছিলেন। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মরদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে গেছে। স্বজনরা চুল, দাঁড়ি ও শরীরের গঠন দেখে তাদের শনাক্ত করেন।
এ ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ড টিমের অপারেশন অফিসার সাফায়েত হোসেন জানান, সোমবার সকাল থেকে নারায়নগঞ্জ থেকে আসা দেশের সর্ববৃহৎ উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও বিআইডব্লিউটিএ, ফায়ার সর্ভিস, কোষ্টগার্ডের ডুবুরী দল অভিযান শুরু করে। অভিযানে চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।