4:11 pm , July 2, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) শপথ গ্রহন করবেন আজ। একই সাথে নির্বাচিত সকল সংরক্ষিত ও সাধারন আসনের কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহন করবেন। আজ সকাল ৯টা ৩০ মিনিটে নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ে শপথ গ্রনহ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে। প্রজেক্টর স্কিনের মাধ্যমে শপথ গ্রহন অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। উক্ত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগের জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।