4:10 pm , July 2, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বাজারে কাঁচা মরিচ এখন সোনার হরিন। শণিবার এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮শ টাকা। ঈদের আগের দিনও এ কৃষি পণ্য ৪শ থেকে সাড়ে ৪শ টাকা কেজিতে বিক্রি হয়। ঈদের ছুটির পাশাপাশি চাহিদা বৃদ্ধির কারণে যেসব ব্যবসায়ীর কাছে মজুত ছিল, তারা এর ফায়দা লুটছেন ষোল আনা। নগরীর বিভিন্ন কাঁচা বাজারের বিক্রেতারা ৮শ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করেছেন। খুচরা বিক্রেতাদের মতে, বৃষ্টির অভাবের পরে দেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় আকষ্মিক অতি বর্ষণে এবার মরিচের আবাদ ও উৎপাদন হ্রাসের ফলে বাজারে এ কৃষিপণ্যের ঘাটতি ছিল। ফলে দামও বেড়েছে। তবে তা কোন মতেই ১শ টাকার বেশী হবার কথা নয় বলে দাবী পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের। কিন্তু ঈদের সপ্তাহখানেক আগে থেকেই বরিশাল সহ দক্ষিণাঞ্চলে কাঁচা মরিচের ঝাঁজ শতের গন্ডি পেরিয়ে ক্রমশ ওপরে উঠতে শুরু করে। সবশেষে ঈদের আগেরদিন পর্যন্ত তা ৪শ-সাড়ে ৪শ টাকায় থামলেও শণিবারে তা ৮শ টা ছুতে সাধারন মানুষের দূর্ভোগ ছিল সব বর্ণনার বাইরে। তবে শণিবার খুচরা বাজারে কাঁচা মরিচ কিনতে এসে হতাশ ও বিরক্ত অনেকে এমন কথাও বলেছেন যে, ‘এ দেশে অনেক অসম্ভবও সম্ভব’। আবার অনেকে এমন মন্তব্যও করেছেন যে,‘ কাঁচা মরিচ না খেলে তো আর মারা যাব না, তাই আপতত কিনছিনা’।