4:10 pm , July 2, 2023
কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মেয়র সাদিক আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ॥ কোনভাবেই যাতে নাগরিক সেবার ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখে পূর্বের ন্যায় স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে কাজ করার জন্য কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি রোববার দুপুরে বিসিসির এ্যানেক্স ভবনে কর্পোরেশনের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান। সভার শুরুতে উপস্থিত সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে নগরবাসীর দূর্ভোগ লাঘবে বেশকিছু উদ্যোগ গ্রহন করে আমি বরিশাল সিটি কর্পোরেশনকে একটি দূর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করেছি। এবং যতোদিন আমি আমার দায়িত্বে নিয়োজিত আছি কাজের সেই ধারা অব্যাহত রাখা হবে। মেয়র সাদিক আবদুল্লাহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার কাজের শৃঙ্খলা পূর্নভাবে ফিরিয়ে এনে শুরু হওয়া নতুন অর্থ বছর থেকে সকলকে সেবার ব্রত নিয়ে নিজ নিজ কাজে মনোনিবেশ করার আহবান জানান। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরয়িাবাত সাদিক আবদুল্লাহ কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলেন, নগর ভবন হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ নতুন অর্থ বছর থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালনের মাধ্যমে নাগরিক সেবা আরো গতিশীল করতে মেয়র মহোদয়ের দেয়া নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।সবশেষে সভায় অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি করা হয়।