ক্রেতাদের অভাবে গরু অবিক্রিত আর্থিক ক্ষতিতে ব্যবসায়ীরা ক্রেতাদের অভাবে গরু অবিক্রিত আর্থিক ক্ষতিতে ব্যবসায়ীরা - ajkerparibartan.com
ক্রেতাদের অভাবে গরু অবিক্রিত আর্থিক ক্ষতিতে ব্যবসায়ীরা

4:09 pm , July 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কেনার চেয়ে ১০ থেকে ৪০ হাজার টাকা গরু প্রতি কম দামে বিক্রি করেছে পাইকারী বিক্রেতারা। অনেকে ক্রেতার অভাবে গরুও বিক্রি করতে পারেনি। নগরীসহ জেলার সকল গরুর হাটের এ অবস্থা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী জসিমউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ৪৩টি গরু কিনে এনেছিলেন। রাত ৯টায় তিনি জানালেন, এখনো ১৮ টি গরু বিক্রি করতে পারেননি। এ গরু নিয়ে ভোগান্তিতে পড়তে হবে জানিয়ে জসিমউদ্দিনের দাবি ১১ লাখ টাকার আর্থিক ক্ষতিতে পড়েছেন তিনি।
কাগাশুরা হাটের গরু ব্যবসায়ী মো. বাসেত জানান, তিনি ৭টি গরু কিনেছিলেন। সব গরু বিক্রি করলেও তার আর্থিক ক্ষতি হয়েছে ১ লাখ টাকা।
চরবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ গাজী বলেন, এখনো কাগাশুরা হাটে শতাধিক গরু বিক্রি হয়নি।
চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, এবারে গরু বিক্রেতাদের মাথায় হাত। অনেক গরু বিক্রি করতে পারেনি। পাইকারী বিক্রেতারা ১০ থেকে ৪০ হাজার টাকা কম দামে গরু বিক্রি করেছে।
নগরীর টেক্সটাইল বটতলা গরুর হাটের ইজারাদার কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন বলেন, শেষ দিনে তার হাটে আজ ৫০টি গরুও বিক্রি হয়নি। অনেক বিক্রেতা গরু বিক্রি না করতে পারেনি। এ বছরের মতো বিক্রেতারা এমন ক্ষতিতে পড়েনি বলে দাবি করেন তিনি।
সদর উপজেলার চরমোনাই গরুর হাটে অবস্থান করা ইমরান হোসেন রিয়াজ বলেন, স্থানীয় ও ছোট এবং মাঝারি সাইজের গরু বিক্রি হয়েছে। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বড় সাইজের গরু বিক্রি হয়নি। সিংহভাগ গরু রয়ে গেছে।
বরিশাল জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, কি পরিমান গরু অবিক্রিত রয়েছে। সেই হিসেব এখনো নেই। এবার বরিশাল নগরীতে তিনটি ও ১০ উপজেলায় ৫৯টি স্থায়ী-অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT