ঈদের নামাজের পূর্বে চাচা খোকন সেরনিয়াবাতকে কদমবুচি করলেন ভাতিজা সাদিক আবদুল্লাহ ঈদের নামাজের পূর্বে চাচা খোকন সেরনিয়াবাতকে কদমবুচি করলেন ভাতিজা সাদিক আবদুল্লাহ - ajkerparibartan.com
ঈদের নামাজের পূর্বে চাচা খোকন সেরনিয়াবাতকে কদমবুচি করলেন ভাতিজা সাদিক আবদুল্লাহ

4:04 pm , July 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের নামাজে অংশ নিতে আসা বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে অভ্যর্থনা জানিয়েছেন বর্তমান মেয়র ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার সকাল সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদ গা ময়দানে।
নামাজে জামাত শুরুর পূর্বে প্রথমে হাজির হন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপরে হাজির হন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদরের এমপি জাহিদ ফারুক শামীম। মেয়র কোলাকুলি করে তাকে অভ্যর্থনা জানান। এরপরেই আসেন নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উঠে গিয়ে কদমবুচি করেন।
নামাজ শুরুর পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি।
শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, কোরবানীর গরুর জন্য ৮/১ কেজি ও ছাগলের জন্য ৩/৪কেজি করে কমদামি লবন কিনবেন। যারা চামড়া সংগ্রহ করতে আসবেন তাদের দিয়ে দিবেন।
কোনভাবে চামড়া নষ্ট করা যাবে না।
নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা আমার উপর আস্থা রেখেছে, যে বিশ^াস করেছে আমি সেই নতুন বরিশাল গড়তে পারি সেই জন্য আল্লাহর কাছে দোআ চাচ্চি।
তাকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন বরিশাল গড়ার অঙ্গীকার যেন কামিয়াব হন সেই জন্য সকলের সহযোগিতা চেয়েছেন নতুন মেয়র।
বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, মেয়র হিসেবে আমি আজ শেষবারের মতো ঈদেরে জামাতে বক্তব্যে দিচ্ছি। এ নিয়ে পাঁচটি ঈদ কাটালাম। আজ আমরা সকলের জন্য দোয়া করবো। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য।
শুভেচ্ছা আগেও জানিয়েছি, আজ আবার জানাচ্ছি নবনির্বাচিত মেয়র আমার চাচাসহ সকলকে। সবাইকে ঈদ মোবারক জানাই, আমার কর্মকান্ডের মাধ্যমে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কোন স্বার্থ ছিলো। বরিশারবাসীর স্বার্থই আমার স্বার্থ । আমি ছিলাম, আছি যতদিন বেঁচে থাকবো বরিশালবাসীর পাশে থাকবো। সেবা করবো। এজন্য মেয়র থাকতে হবে কোন কথা নেই।
এই ঈদে সকলের মনে যে কালিমা আছে , তা ধুয়ে মুছে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাদিক।
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আসুন আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাই। সকলে একসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
নামাজে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বীরমুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ মুসুল্লীরা ।
নামাজ শেষে সকলে কোলাকুলি করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT