বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ - ajkerparibartan.com
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

3:58 pm , July 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ সোমবার। প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাতকে) শপথ বাক্য পাঠ করাবেন। এছাড়া কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। গত ২০ জুন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৪৩ বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়। এছাড়া স্থানীয় সরকার বিভাগের একপত্রে বলা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠান ৩ জুলাই (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এছাড়া নির্বাচিত এবং গেজেটভুক্ত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- ডালিয়া পারভিন, আলমতাজ বেগম, কোহিনুর বেগম, আয়শা তৌহিদ লুনা, ইসরাত জাহান, মজিদা বোরহান, সালমা আক্তার শিলা, রেশমী বেগম, সেলিনা বেগম ও রাশিদা পারভীন। এছাড়া গেজেটভুক্ত ৩০টি ওয়ার্ড কাউন্সিলররা হলেন- যথাক্রমে আউয়াল মোল্লা, মো. মুন্না হাওলাদার, সৈয়দ হাবিবুর রহমান ফারুক, সৈয়দ শামসুদ্দোহা আবির, মো. কেফায়েত হোসেন রনি, খান মোহাম্মদ জামাল হোসেন, রফিকুল ইসলাম খোকন, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মো. জয়নাল আবেদীন হাওলাদার, মজিবর রহমান, মো. আনোয়ার হোসেন রয়েল, মো. মেহেদী পারভেজ খান আবির, মো. শাকিল হোসেন পলাশ, মো. সামজিদুল কবির, সাহিন সিকদার, মো. আকতার উজ্জামান গাজী হিরু, জিয়াউল হক মাসুম, গাজী নঈমুল হোসেন লিটু, জিয়াউর রহমান বিপ্লব, শেখ সাঈদ আহমেদ মান্না, আনিসুর রহমান দুলাল, এনামুল হক বাহার, ফিরোজ আহমেদ, সুলতান মাহমুদ, মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান তালুকদার, মো. হুমায়ুন কবির, মো. ইমরান মোল্লা ও মো. খায়রুল মামুন। তবে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম হাওলাদার মস্তিস্কে রক্তক্ষরণের কারনে গত ২৮ জুলাই ইন্তেকাল করেন। এদিকে শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নিতে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরসহ আমন্ত্রিত অন্যান্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কাউন্সিলরদের অনেকেই সড়ক ও নৌ পথে ঢাকায় পৌঁছান বলে জানা গেছে। অপরদিকে আজ নবনির্বাচিতরা শপথ গ্রহণ করলেও দায়িত্ব গ্রহনের ক্ষেত্রে তাদের আরো চারমাসেরও অধিক সময় অপেক্ষা করতে হবে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর প্রথম অধ্যায়ের সিটি কর্পোরেশনের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, ‘কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে’। বরিশাল সিটি কর্পোরেশন থেকে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন বিসিসি’র বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ করার পর ওই বছরের ১৪ নভেম্বর বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অর্থাৎ চলতি পরিষদের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৩ নভেম্বর। মেয়াদ শেষের পরই নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT