সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি হয়েছে ফুটপাতে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি হয়েছে ফুটপাতে - ajkerparibartan.com
সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি হয়েছে ফুটপাতে

3:52 pm , July 2, 2023

শামীম আহমেদ ॥ নগরীর ফুটপাতেই মিলছে কোরবানির পশুর মাংস। ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ মাংস। কোরবানির দিন সন্ধ্যার পর থেকে নগরীর চকের পোল ও পোর্ট রোড এলাকায় কোরবানির পশুর মাংস বিক্রি করতে দেখা গেছে মৌসুমি ব্যবসায়ীদের। এ ধরণের মাংস ব্যবসায়ী খ?লিলুর রহমান বলেন, মৌসুমি কসাই ও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহকারীদের কাছ থেকে এসব মাংস কিনেছেন তারা। সেক্ষেত্রে কোনো মাংস কেজিপ্রতি সাড়ে ৬০০ আবার সাড়ে ৭০০ টাকায়ও কিনতে হয়েছে। তাই সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। তি?নি বলেন, গতবার এই মাংসের বাজার ভালো গেলেও এবার বৃষ্টির কারণে ক্রেতা কম। স্থানীয় দৈনিকের এক সাংবাদিক বলেন, চকের পোল থেকে আসার সময় দেখলাম ৮০০ টাকা কেজি দরে সংগ্রহ করা ওই সব মাংস কেনার জন্য জটলা রয়েছে। ফ্রেশ হওয়ায় অনেকেই কিনতে আগ্রহ দেখাচ্ছেন। মরিয়ম বেগম নামে এক নারী বলেন, ঈদুল আযহার দিন বেলা ১১টার পর থেকে দরিদ্র মানুষেরা কোরবানির মাংস সংগ্রহ করেছেন। যা কেউ নিজেদের খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যান। আবার কেউ বিক্রি করেন। তিনি বলেন, চকের পোল কিংবা পোর্ট রোড এলাকায় কিছুটা কম দামে এসব মাংস বিক্রি করা যায়। যেখান থেকে আবার অন্যরা মাংসগুলো কিনে নেন। কোরবানির মাংস হওয়ায় অনেকের এর ওপর আগ্রহ থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT