মুলাদীতে ধান ব্যবসায়ীকে হাতুরি পেটার অভিযোগ মুলাদীতে ধান ব্যবসায়ীকে হাতুরি পেটার অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে ধান ব্যবসায়ীকে হাতুরি পেটার অভিযোগ

2:46 pm , June 27, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জমি নিয়ে বিরোধে ধান ব্যবসায়ীকে হাতুরি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে হাতুরি পেটার শিকার তালেব মোল্লা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর গ্রামের মৃত আ. কাদের মোল্লার ছেলে।
তালেব মোল্লার সাথে একই এলাকার আ. রব মুন্সির ছেলে জহির উদ্দিন মুন্সির জমি নিয়ে বিরোধ রয়েছে। সকাল ৬টার দিকে আবু তালেব মোল্লা ধান কেনার জন্য খাশেরহাট বাজারে রওয়ানা হয়। মুন্সি বাড়ীর সামনে পৌছুলে হাতুরি ও শাবল নিয়ে তার উপর হামলা চালায় জহির উদ্দিন মুন্সি, রেজাউল মোল্লা, আনোয়ার হাওলাদার, হারুন হাওলাদার, স্বপন হাওলাদারসহ একটি দল। তারা তালেবকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT