2:46 pm , June 27, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জমি নিয়ে বিরোধে ধান ব্যবসায়ীকে হাতুরি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে হাতুরি পেটার শিকার তালেব মোল্লা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর গ্রামের মৃত আ. কাদের মোল্লার ছেলে।
তালেব মোল্লার সাথে একই এলাকার আ. রব মুন্সির ছেলে জহির উদ্দিন মুন্সির জমি নিয়ে বিরোধ রয়েছে। সকাল ৬টার দিকে আবু তালেব মোল্লা ধান কেনার জন্য খাশেরহাট বাজারে রওয়ানা হয়। মুন্সি বাড়ীর সামনে পৌছুলে হাতুরি ও শাবল নিয়ে তার উপর হামলা চালায় জহির উদ্দিন মুন্সি, রেজাউল মোল্লা, আনোয়ার হাওলাদার, হারুন হাওলাদার, স্বপন হাওলাদারসহ একটি দল। তারা তালেবকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করেছে।