কাউখালীতে কাঁচা মরিচ ও আদার কেজি ৪০০ টাকা !  কাউখালীতে কাঁচা মরিচ ও আদার কেজি ৪০০ টাকা !  - ajkerparibartan.com
কাউখালীতে কাঁচা মরিচ ও আদার কেজি ৪০০ টাকা ! 

2:44 pm , June 27, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরে কাউখালীতে ঈদুল আজহা কে সামনে রেখে প্রতি কেজি কাঁচা মরিচ ও আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। মঙ্গলবার কাউখালী সদর বাজারে ঘুরে দেখা গেছে প্রতিটি কাঁচামালের দোকানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছে ৪০০ টাকা করে। এ ব্যাপারে কাঁচামাল ব্যবসায়ী আল-আমিন হোসেন জানান, কাঁচা মালের সরবরাহ কম থাকায় মরিচের দাম একটু বেশি। ক্রেতা হাফেজ মাসুম বিল্লাহ জানান, বাজারে কাঁচামরিচ থাকা সত্ত্বেও দোকানদাররা কাঁচা মরিচসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে দাম বিক্রি করছে। তাছাড়া প্রতিটি মুদি দোকানে প্রতি কেজি আদা বিক্রি করছে ৪০০ টাকা করে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বলেন, বাজার মনিটরিং জোরদার করার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত দামে কোন জিনিস বিক্রি করার সুযোগ নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT