নলছিটিতে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত নলছিটিতে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত - ajkerparibartan.com
নলছিটিতে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত

4:41 pm , June 26, 2023

নলছিটি প্রতিবেদক ॥  নলছিটিতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার ভোরে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান। নিহতরা হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) এবং তার মেয়ে ছোঁয়ামনি (১৭)। দুর্ঘটনায় আহত হয়েছেন ফিরোজ খান এবং অটোরিকশার চালক। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক বরগুনার বামনা থেকে ভাঙ্গারির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এসময় যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। ওসি আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT