4:38 pm , June 26, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল আযহা উপলক্ষ্যে তিন দিন অনুষ্ঠান প্রচার করবে বরিশাল বেতার। ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র এ আয়োজন করেছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। তিনদিনের অনুষ্ঠান শুরু হবে ঈদের দিন সকাল থেকে। ঈদের দিন সকাল ৬ টা ৫০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘কোরবানীর পশুর চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে অনুষ্ঠান প্রচার করবে। বিকেল ৪ টা ৫ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনক্শা ‘এলো কোরবানীর ঈদ’ প্রচার করবে। বিকেল সাড়ে ৪টায় হবে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদ-উল আযহার ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য’। বিকেল সোয়া পাঁচটায় হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কোরবানী’। বিকেল সাড়ে ৫টায় হবে গীতিনক্শা ‘ত্যাগের মহিমায় ভাস্বর এই দিন’। সন্ধ্যে সাড়ে ৬টায় প্রচার করবে ‘জারি গান’। রাত ১০ টা ২৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। রাত পৌনে ১১টায় হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘বিশেষ বেতার বিবরণী’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৬ টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘ঈদের গান’ । সকাল ৬ টা ৫০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘কোরবানী পশুর বর্জ্য অপসারণ’ বিষয়ক অনুষ্ঠান। সকাল ৯ টা ৪৫ মিনিটে প্রচার হবে গানের অনুষ্ঠান ‘আল্লাহ্র নামে দে কোরবানী’। বিকেল ৪ টা ৫ মিনিটে হবে গীতিনক্শা ‘ত্যাগের সাধনায় ঈদ-উল আযহা’। বিকেল ৪ টা ৩৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘রসুই ঘর’। বিকেল ৫ টা ১৫ মিনিটে হবে ‘ঈদ আড্ডা’। সন্ধ্যে ৬ টা ৩০ মিনিটে ‘শ্রোতাদের ঈদ আড্ডা’ প্রচার হবে। ঈদের তৃতীয় দিন সকাল ৮ টা ৩০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘কোরবানীর পশুর চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক অনুষ্ঠান হবে। সকাল ৮ টা ৪০ মিনিটে গানের অনুষ্ঠান ‘আনন্দ আজ বিলিয়ে দেব’। সকাল ১০ টা ৫ মিনিটে গীতিনক্শা ‘ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ’। সকাল ১০ টা ৩৫ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘হৃদম’। বিকেল ৫ টা ১৫ মিনিটে বরিশালের আঞ্চলিক ভাষায় ঈদ আড্ডা ‘মোগো ঈদ আনন্দ’। রাত ১০ টা ২০ মিনিটে গ্রন্থনাবদ্ধ গানের অনুষ্ঠান ‘ত্যাগের মহিমা’। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।