4:37 pm , June 26, 2023
এ.এফ.এম আনোয়ারুল হক (ছাব্বির)
মুসলিম জাহানে এসেছে ঈদুল আজহা,
দিতে হবে কোরবানী।
মহান রাব্বুল আলামিনের শিক্ষা,
কতুটুকুইবা আমরা মানি।
আত্মঅহংকারে গর্বে ভরে ওঠা বুকখানি মোর।
ফজরের আজান শুনিয়া আমার ঘুম ভেঙ্গে হয়েছে ভোর।
কোরবানী কি শুধুই পশু জবাই??
নেই কি এর মাঝে কোন শিক্ষা???
মনের পশুরে দিতে হবে কোরবানী
নেই আজ সবাই তারই দীক্ষা।
দেহের মধ্যের পশুরে যদি দিতে নাই পার জবাই,
ঈদুল আজহার মূল মন্ত্রথেকে দুরে সরে যাব সবাই।
কোরবানী এক উজ্জ্বল দৃষ্টান্ত মুমিন নর নারী সবার জন্য।
অন্যকিছু কে খুঁজোনাক তুমি হয়ে সারাজীবন হন্য।
নিজেকে শুধু পশু জবাই আর গোশ্ত খাওয়ায় রেখনাক নিমগ্ন।
ফিরিয়া এসেছে সাঁঝের বেলা, সময় হয়েছে গোধূলী লগ্ন।
মুমিন বলিয়া ভাবিতে বারে কেঁপে ওঠে মোর বুক।
তাকওয়া বিহীন ইসলামের মাঝে পাইবে নাকো সুখ।
কোরবানী মোর কবুল কর হে দয়াময় রাব্বুল আলামিন।
মনের পশুরে দিয়েছি জবাই,রাখিয়া বিশ্বাস তোমার দ্বীন।
শ্রষ্ঠা তুমি,তোমার সৃষ্টির সেরা জীব আমরামানুষ।
মানিয়া তোমারে ইবাদত করি, জীবনতো শুধুই ফানুস।
মুসলিম মোরা ভাই ভাই ,নেই কোরবানী থেকে শিক্ষা।
মনের পশুরে আজ দিব কোরবানী, নেই তার আজ দীক্ষা।